November 7, 2025
tbn24-20251107002349-2798-white house person collapsed

 

বিভিন্ন সংবাদমাধ্যম শুরুতে অসুস্থ ব্যক্তিকে নভো নরডিস্কের নির্বাহী গর্ডন ফিন্ডলে হিসেবে পরিচিত করায়। যদিও কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন না গর্ডন।

ওজন কমানোর ওষুধের মূল্য হ্রাস নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের চুক্তি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন হচ্ছিল হোয়াইট হাউসের ওভাল অফিসে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছিল সংবাদ সম্মেলনটি। এর মধ্যেই হঠাৎ পড়ে যান অনুষ্ঠানের অতিথি হয়ে আসা এক ওষুধ কোম্পানির নির্বাহী।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, অ্যামেরিকান বহুজাতিক ওষুধ কোম্পানি এলি লিলির প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও ডেভ রিকস বক্তব্য দেওয়ার সময় মঞ্চের পেছনে একটি দলের সঙ্গে দাঁড়ানো ছিলেন ওই নির্বাহী, যার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লোকটি মেঝেতে পড়ে যাওয়ার আগে তাকে আগলে রাখার চেষ্টা করেন ট্রাম্প প্রশাসনের সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস-সিএমএসের অ্যাডমিনিস্ট্রেটর মেহমেদ ওজসহ কয়েকজন।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে বলেন, ‘কোম্পানিগুলোর একটি প্রতিনিধি মূর্ছা যান।’

তিনি আরও বলেন, হোয়াইট হাউসের মেডিক্যাল ইউনিট তাৎক্ষণিক তৎপরতা শুরু করে। বর্তমানে স্বাভাবিক আছেন ওই ব্যক্তি।

অতিথির হঠাৎ পড়ে যাওয়ার পর রিপোর্টাররা ওভাল অফিস থেকে সাময়িক সময়ের জন্য বের হয়ে যান। ভেতরে অসুস্থ ব্যক্তির শুশ্রূষা চলে। পরে সংবাদ সম্মেলন আবার শুরু হয়, যেখানে উপস্থিত ছিলেন না অসুস্থ হয়ে পড়া ব্যক্তি।

বিভিন্ন সংবাদমাধ্যম শুরুতে অসুস্থ ব্যক্তিকে নভো নরডিস্কের নির্বাহী গর্ডন ফিন্ডলে হিসেবে পরিচিত করায়। যদিও কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন না গর্ডন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *