ঘটনাটি রাতে ঘটেছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে এক পথচারী গাড়ির একটি অংশকে পানির ওপরে দেখে জরুরি সহায়তার ৯১১ নম্বরে কল দেন।
নিউ ইয়র্কের অটসেগো কাউন্টির একটি পুকুরে ডুবে যাওয়া গাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে স্টেইট পুলিশ।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ট্রুপাররা জানান, রিচফিল্ড স্প্রিংস এলাকার ৩৯ বছর বয়সী ওই নারী কোল হিল রোডে একটি মিৎসুবিশি মিরাজ গাড়ি চালাচ্ছিলেন। ইউএস রুট ২০-এর মোড়ে স্টপ সাইনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নিয়ে পুকুরে পড়ে যান তিনি।
এনওয়াই ডেইলি নিউজ জানায়, ঘটনাটি রাতে ঘটেছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে এক পথচারী গাড়ির একটি অংশকে পানির ওপরে দেখে জরুরি সহায়তার ৯১১ নম্বরে কল দেন। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে এসে গাড়িটিকে শনাক্তের পাশাপাশি এর ভেতরে থাকা নারীকে উদ্ধার করেন ট্রুপাররা।
ওই নারীর নাম প্রকাশ করা হয়নি, যাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
পুলিশ প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, গাড়ির একাংশ পানিতে ভাসছে।
নিউ ইয়র্ক স্টেইট পুলিশের আন্ডারওয়াটার রিকভারি টিমকে উদ্ধারকাজে সহায়তা করে রিচফিল্ড ফায়ার ডিপার্টমেন্ট, ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস ও অটসেগো কাউন্টি করোনার।
রিচফিল্ড শহরের একটি গ্রাম রিচফিল্ড স্প্রিংস, যেখানে থাকেন এক হাজারের বেশি মানুষ। এটি আলবেনি থেকে প্রায় ৭০ মাইল উত্তরপশ্চিমে।
