November 7, 2025
421759065479a3914c17e6fa7ebce5002e3f027ca8df38f7

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গেলেও এবার আর কোনো ধোঁকার মধ্যে না পড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়া জরুরি। তবে কিছু লোক কিছু দল নির্বাচন আসার আগে বিশাল বিশাল ফিরিস্তি দিবে। কিন্তু ইলেকশন চলে গেলে এটা আর মনে থাকে না। এরা মানুষকে ধোঁকা দেয়।

৫৪ বছর জনগণ ধোঁকা খেয়েছে উল্লেখ করে এবার ‘ধোঁকাবাজদের না বলার’ আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, অতীত আর বর্তমান পরিস্থিতি দেখেই ঠিক করতে হবে ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *