November 7, 2025
মির্জা-আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কিছু দিন ধরে খুব শান্ত, সভ্য, ভদ্র হিসেবে…আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা (অন্তর্বর্তীকালীন সরকার) যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। গতকাল শুক্রবার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত র‌্যালি-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এই মির্জা আব্বাস বলেন, অনেকে লম্বা লম্বা কথা বলেছে সনদ নিয়ে। আমরা বারবার এটাকে মানতে চেয়েছি, কিন্তু আপনারা একটা না একটা খুঁত ধরছেন এবং এটা নষ্ট করার চেষ্টা করছেন। এসব অপকর্ম বাদ দেন। বিগত দিনের ইতিহাস দেখে নেন, আপনারা ক্ষমা চান। এখনো সময় আছে, জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।

তিনি বলেন, বিএনপি সনদ মেনে রাজনীতি করে, কিন্তু বারবার ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আপনারা যদি সত্যিই ক্ষমতা চান, তবে গণতন্ত্রের পথে আসুন। জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।‎‎
জামায়াতের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, একটি দল, যারা ধর্মের নামে ব্যবসা করে, বেহেশতের টিকিট দেয়, তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জায়গায় বলতে চাই, আপনারা যারা এই কথা বলছেন, আপনারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার ইতিহাস কখনোই ‘পেছনের দরজা’ দিয়ে নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দলটি জনগণের আস্থা অর্জন করেছে। বিএনপির ষড়যন্ত্রের ইতিহাস নেই। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নাই। বরং আপনারাই (একটি দলকে উদ্দেশ্য করে) বারবার চেষ্টা করেছেন। ১৯৪৭, ১৯৭১ সবসময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এখনো জনগণের স্বার্থবিরোধী কাজ করছেন।‎

মির্জা আব্বাস বলেন, এই দেশের স্বাধীনতা বিএনপি নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে হয়েছিল। আজকে ৭ নভেম্বর, আপনারা দিনটিকে অশ্রদ্ধা জানিয়েছেন, এই দিন নিয়ে কোনো কথা বলছেন না, বলছেন একটি বৃহত্তর দল ষড়যন্ত্র করছে। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নেই। পেছনে দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নেই, বরং আপনারা বারবার চেষ্টা করেছেন ১৯৪৭ সাল থেকে। সেই সময় স্বাধীনতা আন্দোলন আপনারা করেননি, জনগণের বিরুদ্ধে গিয়েছেন। একাত্তর সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন। এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *