November 8, 2025
88383

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের নিউমার্কেট এলাকায় পুরাতন মাইক্রোবাস স্টান্ডে জেলা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে সাতক্ষীরা চারটি আসনে ধানের শীষে ভোট দিয় বিজয়ী করতে হবে। বিপ্লব মানেই শহীদ জিয়া। সাড়ে ৩ বছরে ব্যাপক উন্নয়ন করেছিলেন। আজকে তাই বিএনপি সমগ্র বাংলাদেশ একক দল হিসেবে পরিচয় পেয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী চেয়ারম্যান আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, আক্তারুল ইসলাম, তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।

আলোচনা সভা শেষে এক র‍্যালি বের হয়ে প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *