November 7, 2025
image_238598_1762546410

সুদের হার আরও কমানোর প্রত্যাশা ও যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থার কারণে স্বর্ণের চাহিদা বেড়েছে। ফলে শুক্রবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। খবর সিএনবিসি

পণ্য বিশ্লেষকরা বলছেন, এখন সবার নজর যুক্তরাষ্ট্রের শাটডাউন কাটিয়ে ওঠার দিকে। এই অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়াচ্ছে।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪,০১০ দশমিক ৭২ ডলারে দাঁড়ায়। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম বেড়ে হয় প্রতি আউন্সে ৪,০১৯ দশমিক ৫০ ডলার।

অন্যদিকে শুক্রবার স্পট সিলভারের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৫৪৭ দশমিক ৪৫ ডলার এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৪ দশমিক ১৮ ডলারে উঠেছে।

তবে সপ্তাহের হিসাবে এই তিনটি ধাতুর দামই নিম্নমুখী ধারায় রয়েছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অক্টোবরে সরকারি ও খুচরা খাতে চাকরি হারিয়েছেন অনেকে। পাশাপাশি ব্যয়সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির কারণে চাকরি থেকে ছাঁটাইয়ের সংখ্যা বেড়েছে। দুর্বল চাকরির বাজার সাধারণত ফেডকে সুদের হার কমানোর দিকে উৎসাহিত করে।

বাজার পর্যবেক্ষকদের মতে, ডিসেম্বরেই ফেড রিজার্ভের আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা এখন ৬৭ শতাংশ, যা আগে ছিল প্রায় ৬০ শতাংশ। গত সপ্তাহে ফেড সুদের হার কমিয়েছে এবং চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন এটাই সম্ভবত এ বছরের শেষ হার হ্রাস।

এএনজেড ব্যাংকের পণ্য বিশ্লেষক সোনি কুমারি বলেন, এখন বাজারের নজর মূলত ম্যাক্রোইকোনমিক সূচক এবং যুক্তরাষ্ট্রের সরকার কখন শাটডাউন কাটিয়ে উঠবে সেদিকে। এই অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়াচ্ছে।

দীর্ঘস্থায়ী কংগ্রেসীয় অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকার অচলাবস্থা চলছে, যা বিনিয়োগকারীদের পাশাপাশি তথ্যনির্ভর ফেডকেও বেসরকারি খাতের সূচকের ওপর নির্ভর করতে বাধ্য করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *