November 7, 2025
খোকন

যারা কোনো আসন পাবে না, জামানত হারাবে, তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অন্তবর্তী সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। সেখানে দুই একটি দলের কোনো চক্রান্ত-ষড়যন্ত্র নির্বাচন পণ্ড করতে পারবে না। দেশের জনগণ স্পষ্ট দেখতে পারছে নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে যাবে।

খায়রুল কবির খোকন আরও বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- এ দেশের জনগণ হচ্ছে মাস্টারমাইন্ড। এদেশের জনগণ যা চায় তা-ই হবে। জনগণ সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদ, আকবর হোসেন, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, বি.জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, রবিউল ইসলাম রবি, ফারুক উদ্দিন ভুইয়া, আমিনুল হক বাচ্চু।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীকে বয়কটের ডাক

আলোচনা সভা শেষে পৌর ঈদগাহ মাঠ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *