যুক্তরাষ্ট্রের সঙ্গে সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হওয়ায় ভেনেজুয়েলা সরকার এখন নাগরিকদের একে অপরকে নজরদারি করার দিকে উৎসাহ দিচ্ছে—এমন অভিযোগ উঠেছে। এজন্য ব্যবহার করা হচ্ছে একটি হালনাগাদ মোবাইল অ্যাপ, যেখানে সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ রিপোর্ট করা যায়।
ভেনঅ্যাপ কীভাবে শুরু হয়েছিল
VenApp নামের এ সফটওয়্যারটি চালু করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ২০২২ সালে। শুরুতে এটি ছিল দুই-ধরনের অ্যাপ
১। মেসেজিং প্ল্যাটফর্ম
২। বিদ্যুৎ, পানি বা অন্যান্য ইউটিলিটি সেবার সমস্যা জানাতে হেল্পলাইন
অর্থাৎ, নাগরিক সেবা দেওয়াই ছিল এর মূল লক্ষ্য।
এখন অ্যাপটি কীভাবে ব্যবহার হচ্ছে
এখন এই অ্যাপ ব্যবহার করে এমন যেকোনো তথ্য সরকারের কাছে পাঠানো হচ্ছে, যা তারা ‘বিরোধী কার্যকলাপ’ বা ‘রাষ্ট্রবিরোধী আচরণ’ হিসেবে বিবেচনা করতে পারে। এতে উদ্বেগ বাড়ছে যে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে নতুন করে দমন-পীড়ন বাড়তে পারে।
মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ
অনলাইন অ্যাকটিভিস্ট সংগঠন ‘Venezuela Sin Filtro’ এক বিবৃতিতে বলেছে—
‘এই উদ্যোগ নাগরিকদের গোপনীয়তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এটি সমাজকে নজরদারির আওতায় এনে জননিয়ন্ত্রণকে সামরিকীকরণের দিকে ঠেলে দেয়।’
