November 7, 2025
www-690e3bb233dd9

প্রায় ৮০ বছর আগে লন্ডন বা নিউইয়র্ক থেকে সিডনি বা মেলবোর্ন যাত্রা করতে সপ্তাহেরও বেশি সময় লাগতো। এখন কান্টাস এয়ারলাইনস এমন একটি বিমান তৈরি করছে যা ননস্টপ এই দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে পারবে শুক্রবার (৭ নভেম্বর) কান্টাস এয়ারলাইনস তাদের নতুন বিমানের প্রথম ছবিগুলো প্রকাশ করেছে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

নতুন বিমানটি হলো এয়ারবাস এ৩৫০-১০০০ ইউএলআর, যা ২০,০০০ লিটার ইঞ্জিন ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করে ২২ ঘণ্টা পর্যন্ত সরাসরি উড়তে পারবে।কান্টাস এই প্রকল্পকে ‘Project Sunrise’ নাম দিয়েছে, কারণ দীর্ঘ সময়ের ফ্লাইটে যাত্রীরা দু’বার সূর্যোদয় দেখার সুযোগ পাবেন।

কমার্শিয়াল ফ্লাইটগুলি ২০২৭ সালের প্রথম দিকে শুরু হবে। এতে লন্ডন বা নিউইয়র্ক থেকে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে পৌঁছানোর সময় প্রায় চার ঘণ্টা কমে যাবে যদিও বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার পার্থ পর্যন্ত ১৭ ঘণ্টা ননস্টপ উড়তে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার অন্য প্রান্তে পৌঁছানো ‘এভিয়েশনের চূড়ান্ত সীমা’ হিসেবে বর্ণনা করছে কান্টাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *