গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি করার পরিকল্পনা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। সাইপ্রাস দ্বীপের মাধ্যমে সামুদ্রিক পথ ব্যবহার করে গাজায় ত্রাণ সরবরাহ করা হবে বলে জানিয়েছে দেশটি। ৭ নভেম্বর (শুক্রবার) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
সংযুক্ত আরব আমিরাতের মিনিস্টার অব স্টেট লানা নুসেইবেহ সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় উল্লেখ করেন, পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপ সাইপ্রাস থেকে পূর্বনির্ধারিত সহায়তা পাঠানোর সামুদ্রিক পথ গাজার মানুষদের জন্য অপরিহার্য।
তিনি আরও বলেন, ‘গাজায় একাধিক প্রবেশপথ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনা এগোতে থাকা অবস্থায়, স্থল, আকাশ ও সমুদ্রপথের মাধ্যমে গাজায় প্রবেশ করাও গুরুত্বপূর্ণ।’
পাশাপাশি, গাজার মানবিক সংস্থাগুলো বলছে যে, যদিও সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে, তা সত্ত্বেও গাজায় পৌঁছানো সহায়তার পরিমাণ খুবই অপ্রতুল।
সংযুক্ত আরব আমিরাতের এই উদ্যোগ গাজার মানুষের জন্য আশা জাগাচ্ছে। তবে কার্যকরভাবে সহায়তা পৌঁছানো এবং বিভিন্ন প্রবেশপথ ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, যাতে মানবিক সহায়তা সত্যিকার অর্থে গাজাবাসীদের কাছে পৌঁছাতে পারে।
