বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ধর্মের ব্যবসা করা একটি দল বলছে, একটি বৃহৎ দল গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে, যারা এই কথা বলছে তারা স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। ৭ নভেম্বর (শুক্রবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে র্যালী পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির ষড়যন্ত্রের ইতিহাস নাই। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নাই। বরং আপনারা বারবার চেষ্টা করেছেন। ৪৭, ৭১ এ জনগণের বিরুদ্ধে গিয়েছিলেন। এখনও জনগণের বিরুদ্ধে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘বিএনপির নম্রতা, ভদ্রতাকে দুর্বলতা ভাবলে বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি সনদ মেনেছে, কিন্তু বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা ক্ষমতা চান, এখনও সময় আছে। জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।’
