November 7, 2025
tbn24-20251106233547-2121-mouth-freshner

জোরানের বাবা মাহমুদ মামদানি ও মা মীরা নায়ের উভয়ই জন্মসূত্রে ভারতীয়। তাদের কাছ থেকে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয়েছে তরুণ এ রাজনীতিকের।

নিউ ইয়র্ক সিটিতে শতাব্দীর বেশি সময়ের সর্বকনিষ্ঠ মেয়র হয়ে রেকর্ড গড়েছেন ৩৪ বছর বয়সী জোরান মামদানি। এখানেই শেষ নয়। তিনি সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র।

জোরানের বাবা মাহমুদ মামদানি ও মা মীরা নায়ের উভয়ই জন্মসূত্রে ভারতীয়। তাদের কাছ থেকে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয়েছে তরুণ এ রাজনীতিকের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মাউথ ফ্রেশনার হিসেবে পকেটে নিয়মিত ভারতীয় মসলা রাখেন জোরান মামদানি।

সম্প্রতি অ্যামেরিকান ইউটিউবার নিকোলাস নুভানের একটি ভিডিও সাক্ষাৎকারে মামদানির পকেট থেকে বেরিয়ে আসে ভারতীয় ব্র্যান্ডের রজনীগন্ধা মাউথ ফ্রেশনার।

মামদানি ও নুভানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত সাক্ষাৎকারটি এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওর শুরুতে দেখা যায়, ব্রুকলিনের রাস্তায় নিজ গাড়ি থেকে নামছেন হাস্যোজ্জ্বল মামদানি।

এগিয়ে যেতেই নুভান প্রশ্ন করেন, ‘আজ কী খেয়েছেন?’

‘চিকেন শর্মা’, উত্তরে বলেন মামদানি।

ঠিক পরের মুহূর্তেই মামদানির হাত চলে যায় পকেটে। তারপর বেরিয়ে আসে রজনীগন্ধা মাউথ ফ্রেশনার।

ভিডিওতে এলাচ, জাফরান, রুপালি রত্নসহ সুগন্ধিযুক্ত মসলাটি চিবোতে শুরু করেন মামদানি।

তাকে বলতে শোনা যায়, মসলাজাতীয় খাবারটি অনেক খান তিনি। এটি মাউথ ফ্রেশনারের কাজও করে।

পরে নুভান মসলাযুক্ত খাবারটি খেয়ে মন্তব্য করেন, ‘মনে হচ্ছে যেন সুগন্ধি খাচ্ছি।’

মামদানির সহজ ভঙ্গিমায় ভারতীয় রজনীগন্ধা ব্র্যন্ডের মসলা খাওয়ার ভিডিওটি ঝড় তুলেছে দক্ষিণ এশিয়ার নেটিজেনদের মধ্যে।

তাদের একজন মজার ছলে বলেন, ‘মুখ মে হ্যায় রজনীগন্ধা, কাদমো দুনিয়া’।

অপর একজন বলেন, ‘হে ঈশ্বর! কখনও ভাবিনি রজনীগন্ধাকে এমনভাবে নিউ ইয়র্কে দেখা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *