November 8, 2025
image_238591_1762536679

বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে একই পরিবারের চার নারী আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই উত্তেজিত গ্রামবাসী চাকুসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের নিশিন্দারা উত্তরপাড়ায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার মৃত কাইয়ুমের স্ত্রী মনোয়ারা বেওয়া, তার মেয়ে কাজলী বেগম ও লাকী বেগম এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে বীণা।

আটকরা হলেন বীণার স্বামী গাবতলীর সুখানপুকুর এলাকার রকি ও তার সহযোগী শাকিল।

উপশহর পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ফকির এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানা গেছে, বীণার সঙ্গে তার স্বামী রকির দাম্পত্য কলহ দেখা দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় রকি তার স্ত্রী বীণা, শাশুড়ি কাজলী বেগম, নানিশাশুড়ি মনোয়ারা বেওয়া ও শ্যালিকা লাকীকে ছুরিকাঘাত করেন। এ সময় তার বন্ধু শাকিল সহযোগিতা করেন। আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে চাকুসহ রকি ও শাকিলকে আটক করে পুলিশে দেন। এ ছাড়া আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কাজলী বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম কালবেলাকে বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। হামলায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *