November 7, 2025
tbn24-20251106203227-8855-robbary

বিচ্ছিন্ন হওয়া অঙ্গ ফেলে রাখার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা প্রশ্নটি এড়িয়ে যান। পাশাপাশি ছিনতাইয়ের ঘটনাটি সত্যি নয় বলেও উল্লেখ করে কর্তৃপক্ষ।

কর্মস্থল থেকে বেরিয়ে খাবার কিনে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন ভারতের মধ্যপ্রদেশের এক ব্যক্তি। হঠাৎ পথ আটকে দাঁড়ায় চার ডাকাত।

তারা ৫০০ রুপি ছিনিয়ে নেওয়ার পর পথের পাশে রেললাইনে পা চেপে ধরেন ভুক্তভোগীর। ওই সময় ট্রেনে কাটা পড়ে ভুক্তভোগীর এক পা।

এনডিটিভি জানায়, রাজ্যের উজ্জিয়ন এলাকায় বুধবার রাত আটটার দিকে নৃশংস এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার লাখা পেশায় একজন শ্রমিক, যিনি উজ্জিয়ন চড়ক হসপিটালে চিকিৎসাধীন।

লাখা জানান, পা কাটা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারান। দুই ঘণ্টা পর রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশ অ্যাম্বুলেন্সে তোলার সময় কাটা পা সঙ্গে নিতে অনুরোধ করেন লাখা, কিন্তু পুলিশ তাতে অস্বীকৃতি জানায়।

পরের দিন সকালে ভুক্তভোগীর অনুরোধে রেললাইন থেকে ওই কাটা পা তুলে আনেন এক পুলিশ কর্মকর্তা, কিন্তু এরই মধ্যে দুর্ঘটনার ১২ ঘণ্টা পার হয়ে যাওয়ায় পা জোড়া লাগানো সম্ভব নয় বলে জানান চিকিৎসক।

বিচ্ছিন্ন হওয়া অঙ্গ ফেলে রাখার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা প্রশ্নটি এড়িয়ে যান। পাশাপাশি ছিনতাইয়ের ঘটনাটি সত্যি নয় বলেও উল্লেখ করে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *