November 9, 2025
image_238907_1762624551

নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, দেশের জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। স্বৈরাচারদের বলে দিতে চাই, নির্বাচন বানচালের চেষ্টা করলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও বিপ্লব সৃষ্টি হবে।

শনিবার (৮ নভেম্বল) বেলা ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশ শেষে ধানের ছড়া এবং বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে মজিবর রহমান সরোয়ার বলেন, এখন ঐক্যের সময়। সবাইকে মাঠে থাকতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে হবে। সমাবেশ শেষে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন বিএনপির নেতাকর্মীরা।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের সঞ্চালনায় সমাবেশে বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ, কেন্দ্রীয় সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওণাকুল ইসলাম টিপু, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *