কারিগরি ও মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে এখনও আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো রাখা হয়েছে। চব্বিশের গণঅভ্যূত্থানের পর সরকারি দপ্তরের ওয়েবসাইট থেকে হাসিনা সরকারের তথ্য মুছে ফেলা হলেও এখনও আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ম্যানিফেস্টো দেখা যায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে।
শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটে এই তথ্য পাওয়া যায়।
