ইসরায়েলি এসব কর্মকর্তার বিরুদ্ধে গাজায় কাঠামোগতভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছে তুরস্ক।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা শুক্রবার ঘোষণা করেছে তুরস্ক।
ইস্তাম্বুলের প্রসিকিউটরের অফিস ৩৭ জন ইসরায়েলিকে পরোয়ানার আওতায় রেখেছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, অফিসটি পূর্ণ তালিকা প্রকাশ না করলেও কয়েকজনের নাম জানিয়েছে, যাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।
ইসরায়েলি এসব কর্মকর্তার বিরুদ্ধে গাজায় কাঠামোগতভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছে তুরস্ক।
আঙ্কারার বিবৃতিতে গাজায় তুরস্ক পরিচালিত হাসপাতাল ‘টার্কিশ-প্যালেস্টিনিয়ান হসপিটাল’-এর কথাও উল্লেখ করা হয়েছে। চলতি বছরের মার্চে হাসপাতালটিতে বোমা ছোড়ে ইসরায়েল।
মধ্যপ্রাচ্যের দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা যে মামলা করে, তাতে গত বছর পক্ষভুক্ত হয় তুরস্ক।
দক্ষিণ ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজা উপত্যকাকে মৃত্যুপুরি বানিয়ে ফেলে ইসরায়েল। গত ১০ অক্টোবর ভঙ্গুর যুদ্ধবিরতি বাস্তবায়নের আগে দেশটির হামলায় উপত্যকায় নিহত হন ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি।
