November 9, 2025
tbn24-20251107183332-6-tbn24-20251102082824-7014-tbn24-20251101001554-9194-tbn24-20251026221936-1051-Food Stamp_

ইউএস ডিস্ট্রিক্ট জাজ জন ম্যাককনেল বৃহস্পতিবার খাদ্য সহায়তা তহবিলে অর্থ বরাদ্দ না দেওয়ায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তিরস্কার করেন।

খাদ্য সহায়তা কর্মসূচিতে শুক্রবারের মধ্যে পূর্ণ অর্থায়নে বিচারকের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

ফার্স্ট ইউএস আদালতে জরুরি বিবেচনায় রায়টি স্থগিতের জন্য আবেদন করা হয়েছে।

আবেদনে ডিপার্টমেন্ট অব জাস্টিসের আইনজীবীরা বলেন, খাদ্য সহায়তা কর্মসূচিতে অর্থ বরাদ্দ দেওয়া কিংবা খরচের ক্ষমতা নেই বিচারকের, কিন্তু আইনে স্পষ্ট বলা আছে, স্ন্যাপে অর্থ বরাদ্দ সহজলভ্যতার ওপর নির্ভর করবে।

ইউএস ডিস্ট্রিক্ট জাজ জন ম্যাককনেল বৃহস্পতিবার খাদ্য সহায়তা তহবিলে অর্থ বরাদ্দ না দেওয়ায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তিরস্কার করেন।

একই সঙ্গে তিনি এক দিনের মধ্যে নভেম্বর মাসের জন্য পূর্ণ তহবিল বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *