November 9, 2025
tbn24-20251108063755-864-germany - 2025-11-08T123259.489

মামদানি আইসের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। তিনি সিএনএনকে জানান, তিনি কখনো এনওয়াইপিডিকে নাগরিক অভিবাসন সংক্রান্ত কার্যক্রমে আইসের সঙ্গে সহযোগিতা করতে অনুমতি দেবেন না।

গত মঙ্গলবার ইতিহাস রচনা করে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন ডেমোক্র্যাট প্রার্থী জোরান মামদানি। তার ভূমিধ্বস জয়কে ব্যবহার করতে নতুন কৌশলে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুলিশ অফিসারদের নিয়োগের জন্য মেয়র জোরান মামদানির জয়কে ব্যবহার করছে আইস। প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সিএনএন।

আইস শুক্রবার সামাজিক মাধ্যমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইস বলেছে, ‘দেশের নিরাপত্তা রক্ষা করুন এবং এমন এক প্রেসিডেন্ট ও সেক্রেটারির জন্য কাজ করুন, যারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমর্থন ও সুরক্ষা দেন। তাদের তহবিল বন্ধ বা অপমান করেন না।’

আইসের এই বার্তায় জোরান মামদানির অতীত কর্মকাণ্ডের বিষয়ে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে পুলিশের সমালোচনা ও এনওয়াইপিডির তহবিল কমানোর পক্ষে তার অবস্থানের বিষয়টিকে পুনরায় সামনে এনেছে আইস।

২০২০ সালের জুনে মামদানি সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, ‘এনওয়াইপিডি যে বর্ণবাদী, সমকামীবিদ্বেষী এবং জননিরাপত্তার জন্য বড় হুমকি তা জানতে কোনো তদন্তের প্রয়োজন নেই। আমাদের যা দরকার, তা হলো #DefundTheNYPD।’

মামদানি অতীতেও এনওয়াইপিডির বিরুদ্ধে আন্তর্জাতিক দুর্নীতি ও ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগ তুলেছিলেন। ২০২৩ সালের এক ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের স্পষ্টভাবে বলতে হবে যখন এনওয়াইপিডির বুট তোমার গলায় চেপে বসে, সেই বুটের ফিতে বাঁধা হয় আইডিএফ-এর হাতে।’

তবে গত অক্টোবরে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি ব্যাখ্যা করেন, তিনি আসলে এনওয়াইপিডির প্রশিক্ষণ কৌশলের দিকে ইঙ্গিত করেছিলেন। তিনি মনে করেন না যে এনওয়াইপিডি বাস্তবে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) সঙ্গে সরাসরি কাজ করছে।

নির্বাচনী প্রচারের শেষ কয়েক মাসে মামদানি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন এবং আগের অবস্থান থেকে সরে আসেন। তিনি বর্তমান পুলিশ কমিশনার জেসিকা টিশকে পদে রাখার প্রতিশ্রুতিও দেন।

মামদানি আইসের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। তিনি সিএনএনকে জানান, তিনি কখনো এনওয়াইপিডিকে নাগরিক অভিবাসন সংক্রান্ত কার্যক্রমে আইসের সঙ্গে সহযোগিতা করতে অনুমতি দেবেন না।

আইসের এনওয়াইপিডি কর্মকর্তাদের নিয়োগের চেষ্টা আসলে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্ট্মেন্টের সর্বশেষ পদক্ষেপ। এ পদক্ষেপের লক্ষ্য হল আরও হাজার হাজার কর্মকর্তাকে নিয়োগ করা। যা এই গ্রীষ্মে ট্রাম্পের বিশাল এজেন্ডা বিল থেকে প্রাপ্ত ৭৫ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিলের অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *