November 9, 2025
tbn24-20251107201630-4267-tbn24-20251105062000-7342-germany - 2025-11-05T121524.033

আইউইটনেস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে মামদানির ট্রানজিশন টিমের তহবিলে জমা হয়েছে প্রায় পাঁচ লাখ ডলার।

আনুষ্ঠানিকভাবে পহেলা জানুয়ারি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নেবেন জোরান মামদানি। এর আগে কর্মব্যস্ত সময় পার করছেন মেয়র পদে জয়ী এ ডেমোক্র্যাট।

মেয়রের চেয়ারে বসার আগে মামদানির প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ট্রানজিশন টিম গঠন। নির্বাচনের পরের দিন বুধবার এ টিমের ঘোষণা দেন তিনি।

পাঁচ নারী সদস্যের এ ট্রানজিশন টিমের মূল কাজ হলো বর্তমান প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুরোনো সমস্যার নতুন সমাধান নিশ্চিত করা।

আইউইটনেস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে মামদানির ট্রানজিশন টিমের তহবিলে জমা হয়েছে প্রায় পাঁচ লাখ ডলার।

নির্বাচনি রাত থেকে এখন পর্যন্ত তহবিলে অর্থ জমা দিয়েছেন মামদানির সমর্থকরা, যাদের মধ্যে তৃণমূল পর্যায়ের জনগণও অন্তর্ভুক্ত।

এ টিমে জনবল নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মামদানি।

এতে বলা হয়, ‘আপনি যদি সরকারি কাজে অবদান রাখতে আগ্রহী হন, তাহলে আপনার আবেদনপত্র জমা দিন।’

সমোস সম্মেলনে যোগদান

মামদানিকে বৃহস্পতিবার দেখা যায় পুয়ের্তো রিকোতে বার্ষিক সমোস সম্মেলনে অংশ নিতে।

সম্মেলনের দ্বিতীয় দিন সেখানে উল্লাসধ্বনিতে মামদানিকে স্বাগত জানান উপস্থিত সবাই।

নিউ ইয়র্ক ও পুয়ের্তো রিকোর রাজনীতিবিদ, আইনপ্রণেতাদের মিলনস্থল হিসেবে পরিচিত এ সম্মেলনে কৌশলগত বৈঠক ও বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *