November 10, 2025

বিএনপি কখনো লোভ লালসার রাজনীতি করে না। এ কারণে কখনো ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করেনি বিএনপি বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে নবাবপুরে ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি। ইশরাক বলেন, গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েও কখনো আন্দোলন থেকে পিছু হটেনি।

আর সে কারণেই আজকে গণতন্ত্রে উত্তরণের পথ সুগম হয়েছে। এসময় আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *