November 10, 2025

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে স্বাক্ষর করেন অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর।

সোমবার (১০ নভেম্বর) রাতে অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।

এ ছাড়াও আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে আবেদন ফি। প্রবেশপত্র ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ডাউনলোড করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের হাজিরা সিট প্রকাশ হবে ৯ ও ১০ ডিসেম্বর।

দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটে ভর্তি হবে একই ভর্তি পরীক্ষার ভিত্তিতে। ১০০ নম্বরের প্রশ্নপত্রে থাকবে জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন ১৫ নম্বর। প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে ০.২৫ নম্বর। পাস নম্বর ৪০।

প্রার্থীর যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি/এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২২ সালের আগে এসএসসি/ও লেভেল পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। উভয় পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ ৮.৫০ এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৮.০০ গ্রহণযোগ্য, তবে একক কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম চলবে না।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ ১০০ নম্বর হিসেবে মূল্যায়ন করে মেধাক্রম নির্ধারণ করা হবে। এসএসসি জিপিএ×৮ (সর্বোচ্চ ৪০) এবং এইচএসসি জিপিএ×১২ (সর্বোচ্চ ৬০) যোগ হবে লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে। গত বছরের এইচএসসি পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে

সব ধরনের আবেদন ও ভর্তিসংক্রান্ত তথ্য পাওয়া যাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট dghs.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট dgme.teletalk.com.bd-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *