খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৮ নভেম্বর) স্ট্রোক করে দুদিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, গত শনিবার বিকেল ৪টার দিকে দাকোপ উপজেলার চালনা বাজারের ভাড়া বাড়িতে অবস্থানকালে তিনি স্ট্রোক করেন।
অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন হেমারেজ) দেখতে পেয়ে জরুরি অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পরও অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। দুদিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার তিনি না ফেরার দেশে চলে যান।
তার অকালমৃত্যুতে বাংলাদেশ পুলিশের সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। দাকোপ থানাসহ পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।
