December 14, 2025, 10:44 am

আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীকে জরিমানা

Reporter Name
  • Update Time : Saturday, December 13, 2025
  • 21 Time View

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (লোহগাড়া-সাতকানিয়া একাংশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছান।

জানা যায়, চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন নেতাকর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি ও তার সঙ্গে একাধিক নেতাকর্মীর উপস্থিতি এবং আচরণবিধি পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছান বলেন, তফশিল ঘোষণার পর বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন মোটরসাইকেল শোডাউন করে মহাসড়কে যানজট সৃষ্টি ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com