বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের গেটের বাইরে দাঁড়িয়ে প্রার্থনা শেষে তিনি এ কথা বলেন।
গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, এ আসনের সাধারণ মানুষ যে ভোটার, তা উপলব্ধি করতে পারেনি আগে কখনো।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের গেটের বাইরে দাঁড়িয়ে প্রার্থনা শেষে তিনি এ কথা বলেন।
গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, এ আসনের সাধারণ মানুষ যে ভোটার, তা উপলব্ধি করতে পারেনি আগে কখনো।
তিনি আরো বলেন, আমার সম্প্রদায় ছাড়াও সকল সম্প্রদায়ের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। আমি সবসময় নিরপেক্ষ ভূমিকা রাখি। অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও চরম ভীতি রয়েছে।
শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রার্থনার বিষয়ে তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল বাঙালি সংস্কৃতির পিতৃভূমিতে আসা। টুঙ্গিপাড়ায় আসব সেখানে একটু দর্শন করব না তা হয় না।
প্রার্থনা শেষে কর্মী-সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় তিনি নির্বাচনী প্রচারণা চালান।