আমি নির্বাচনে পাস করব ইনশাআল্লাহ এটা মনে করেই নির্বাচন শুরুর আগেই রাস্তা-ঘাট উন্নয়নের পরিকল্পনা করেছি। এজন্য প্রকল্প তৈরি করতে এই এলাকায় ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এক নির্বাচনী প্রচারণা সভায় উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর ও আশপাশের এলাকার জনগণকে উদ্দেশ্য করে মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এসব কথা বলেন।
স্থানীয় সমাজ হিতৈষী হাজী মোস্তফা মিয়ার সভাপতিত্বে ফোর্ডনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় বিশিষ্ট ব্যবসায়ী সাবেক যুবদল নেতা ইকবাল হোসেন শামীমকে ইঙ্গিত করে আরো বলেন, যেখানে শামীম আছে সেখানে ধানের শীষের ভোট চাইতে হয় না।
আপনারা সেখানেই ভোট দেবেন।
বিএনপি প্রার্থী শান্ত বলেন, আমার বাবা শামসুল ইসলাম খান নয়া মিয়ার স্বপ্ন ছিল সিংগাইরকে উপশহর হিসেবে গড়ে তোলার। আমি নির্বাচনে বিজয়ী হয়ে বাবার সেই স্বপ্ন বাস্তবায়ন ও সিংগাইর তথা দক্ষিণ মানিকগঞ্জকে অপরাধ মুক্ত একটি উন্নত জনপদ হিসেবে গড়ে তুলব।
তিনি বিএনপির কৃষি খাতভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, জমি চাষ করতে হলে সার, বীজ ও কীটনাশক লাগে।
কিন্তু অনেক কৃষকের এসব কেনার সক্ষমতা নেই। কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক পায় এবং কৃষি উৎপাদনে সব ধরনের সহযোগিতা পায়-সে লক্ষ্যেই কৃষি কার্ড চালুর ঘোষণা দিয়েছে বিএনপি। এবার ক্ষমতায় গেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন প্রত্যেক পরিবারের প্রধান নারী সদস্যকে ফ্যামিলি কার্ড ও কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। যার মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ ও সার ও বীজ পাবে।
বিশিষ্ট ব্যবসায়ী সাবেক জেলা যুবদল নেতা ইকবাল হোসেন শামীমের সঞ্চালনায় নির্বাচনী প্রচারণা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আলিমুল হক লিটন, জামির্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম ও সিংগাইর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন, বিএনপি নেতা হাবিবুর রহমান লালু, ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা ও উপজেলা মৎসজীবি দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ।