সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ দেশের জন্য ক্ষতিকর সিদ্ধান্তে ভূমিকা রাখছেন এবং দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। তিনি বলেন, ‘একটা দেশ ধ্বংস করে দিচ্ছে একটা লোক। দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হচ্ছে।’
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে মাসুদ কামাল এসব অভিযোগ করেন।
নাগরিক হিসেবে দেশের স্বার্থ ও নাগরিক অধিকারের প্রশ্নে কথা বলা তার দায়িত্ব বলে মনে করেন মাসুদ কামাল। তিনি আরো বলেন, অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার নিজেদের অযোগ্যতাই প্রমাণ করেছে। তার ভাষ্য অনুযায়ী, ‘অযোগ্য লোক নিয়ে সরকার নিজেকেই অযোগ্য প্রমাণ করেছে এবং এই অযোগ্যতার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত।
মাসুদ কামালের দাবি করেন, শুরু থেকেই তিনি এই নিয়োগগুলো নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন প্রথম মন্ত্রিসভা গঠন করেন, তখনই তিনি এসব ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সমালোচনা করেছিলেন।
ব্যক্তিগত পর্যবেক্ষণের সুরে মাসুদ কামাল বলেন, সময়ের সঙ্গে তার আগের মন্তব্যগুলো সত্য প্রমাণিত হচ্ছে বলেই তার মনে হয়।