শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার মাাঝারদিয়া ইউনিয়নের হোড়েরকান্দী মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার মাাঝারদিয়া ইউনিয়নের হোড়েরকান্দী মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা দলমত বুঝি না, ধর্ম-বর্ণ বুঝি না। আমরা সকলে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করব।
শামা ওবায়েদ বলেন, ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ভোট পাহারা দিতে হবে।
উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, প্রার্থী আমি না, আপনারা সবাই। আপনারা সবাই মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান। প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিন। আমার বাবা যেমন আপনাদের পাশে ছিল। আমিও সারা জীবন আপনাদের পাশে থাকব।
বিএনপির এই নেত্রী বলেন, আমাদের নির্বাচনী এলাকার মাঝারদিয়া ইউনিয়নে ১৭ বছর আগে যেই রাস্তা-ঘাট দেখেছি, এখনো তাই দেখছি। নতুন কোনো রাস্তা-ঘাট হয়েছে বলে আমার জানা নেই। তবে আমি নির্বাচিত হলে এসব রাস্তা-ঘাট ও মাদরাসা-মসজিদের উন্নয়ন করা হবে। মা-বোনসহ আপনাদের একেকটা ভোট আমাকে কাজ করার সুযোগ করে দেবে। দয়া করে এই সুযোগটা থেকে আমাকে বঞ্চিত করবেন না।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি সাহিদুজ্জামান সাহিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুবদল নেতা মিরান হোসেন, ইমরান হোসেন, ছাত্রদল নেতা সোহেল মাতুব্বর প্রমুখ।