নিউজ ডেস্ক:
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন গণহত্যায় সম্পৃক্ত সব রাজনৈতিক দলের বিচার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৪ নভেম্বর) রাতের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণহত্যার বিচার নিয়ে তারা কোনোভাবে একপাক্ষিক অবস্থান নিতে চান না।
নাসীরুদ্দীন জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর সরকার দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় এগোচ্ছে এবং রায় না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, অতীত সরকার জামায়াতে ইসলামী নেতাদের মানবতাবিরোধী অপরাধে দণ্ড কার্যকরের পাশাপাশি দল হিসেবে জামায়াতের বিচার নিয়েও পদক্ষেপ নিয়েছিল।
তিনি বলেন, “একাত্তরে গণহত্যা হয়েছে—এটা অস্বীকার করার উপায় নেই। সেই সময় বহু পক্ষ এতে জড়িত ছিল। চব্বিশের গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার যেমন চাই, তেমনি একাত্তরের গণহত্যায় দায়ী সব দলের বিচারও হওয়া উচিত।”
বিএনপির এক নেতার মন্তব্যের জবাবে নাসীরুদ্দীন বলেন, যাদের পরিবারিক পরিচয়ের সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির ইতিহাস জড়িত, তারা সংস্কারের পথে থাকা মানুষের বংশপরিচয় নিয়ে কথা বলছে—এটা দুঃখজনক।
দুই দিনব্যাপী মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় এনসিপি কাজ করছে। বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, সাধারণত ভোট দিতে গিয়ে মানুষ ‘মন্দের ভালো’ বেছে নিতে বাধ্য হয়, কিন্তু এবার এমন অনেক প্রার্থী পাওয়া গেছে, যাদের প্রতি ভোটাররা আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দিতে পারবেন।