বর্তমানে ইন্টারনেটে প্রতারণার বড় হাতিয়ার হয়ে উঠেছে ব্যক্তিগত তথ্য। জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল, এমনকি বাসার ঠিকানাও অনলাইন ঘুরে বেড়াচ্ছে সহজেই। এসব তথ্য গুগল সার্চে খুঁজে পাওয়া এখন কোনো ব্যাপারই না। প্রতারক চক্র এ ধরনের তথ্য ব্যবহার করে প্রতারণা চালিয়ে যাচ্ছে অবলীলায়।
তবে এবার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কার্যকর উদ্যোগ নিয়েছে গুগল। ব্যবহারকারীদের তথ্য নিয়ন্ত্রণে রাখতে ‘Results About You’ নামের একটি নতুন ফিচার চালু করেছে টেক জায়ান্টটি। এ ফিচারের মাধ্যমে এখন যে কেউ গুগল সার্চে থাকা নিজের সংবেদনশীল তথ্য মুছে ফেলার আবেদন করতে পারবেন।
ফিচারটি কীভাবে কাজ করে?
গুগলের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারী যদি গুগল সার্চে নিজের নাম, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা বা লোকেশন সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পান, তাহলে সেগুলো সরানোর জন্য রিপোর্ট করতে পারবেন।
ব্যবহারকারীকে করতে হবে:
https://myactivity.google.com/results-about-you ওয়েব ঠিকানায় গিয়ে
গুগল অ্যাকাউন্টে লগইন করে
নিজের মোবাইল নম্বর, ই-মেইল ও ঠিকানা জমা দিতে হবে
এরপর গুগল থেকে ই-মেইল বা অ্যাপে নোটিফিকেশন আসবে
সেখানে ব্যবহারকারী তথ্য মুছে ফেলার আবেদন জমা দিতে পারবেন
যেসব তথ্য মুছে ফেলা যাবে
গুগলের মতে, ‘Results About You’ ফিচারের মাধ্যমে নিচের ধরণের ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য গুগল সার্চ রেজাল্ট থেকে সরানো যেতে পারে:
মোবাইল নম্বর
ই-মেইল ঠিকানা
বাসার ঠিকানা
জাতীয় পরিচয়পত্র নম্বর (NID)
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
ব্যক্তিগত স্বাক্ষর
পাসওয়ার্ড বা লগইন সংক্রান্ত তথ্য
মেডিকেল রেকর্ড
বিশেষজ্ঞরা বলছেন, গুগলের এই উদ্যোগ প্রযুক্তি খাতে গোপনীয়তা ও তথ্য সুরক্ষার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। তবে তথ্য একবার অনলাইনে চলে গেলে তা পুরোপুরি মুছে ফেলা সবসময়ই কঠিন—তাই আগে থেকেই সতর্ক থাকা এবং ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার করার আগে চিন্তা-ভাবনা করাই বুদ্ধিমানের কাজ। সূত্র: প্রযুক্তি