বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্যের জবাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখেনি। সেই মানুষ যদি আমাকে বলে, গুপ্ত না সুপ্ত! হ্যাঁ, আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওটাকে গুপ্ত বলেন, তাহলে আমি অবশ্যই গুপ্ত।’
শনিবার রাতে রাজধানীর গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে নির্বাচনী সভায় জামায়াতের আমির এসব কথা বলেন। ভোটের প্রচারে তারেক রহমান জামায়াতকে ইঙ্গিত করে গুপ্ত বলে খোঁচা দিচ্ছেন। দলটি আওয়ামী লীগ সময়ে আন্দোলনে ছিল না বলেও দাবি করছেন।
শেখ হাসিনার শাসনামলে তিন বছরের বেশি সময় কারাগারে থাকার বর্ণনা দিয়ে তারেক রহমানের বক্তব্যের জবাবে জামায়াত আমির ঢাকা-১০ আসনের সভায় বলেছেন, দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে পালিয়ে যাইনি। ইচ্ছা করলে যেতে পারতাম। শুধু আমি নই, জামায়াতের কেউ পালিয়ে যায়নি। নিশ্চিত মৃত্যু জেনও সাহস করে বাংলাদেশে ফিরে এসেছেন।
বিএনপির নেতাকর্মীরা ধারবাহিকভাবে ভোটের প্রচারে জামায়াতের নারী কর্মীদের হেনস্তা, মারধর করছে অভিযোগ করে শফিকুর রহমান বলেছেন, ভোট চাইতে গেলে যাঁরা মায়েদের বুকে লাথি দিয়েছে, তাঁদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছে, তাঁরাই এখন ‘ফ্যামিলি কার্ড’–এর নামে মায়েদের প্রতি দরদ দেখাচ্ছেন!
জামায়াত ক্ষমতায় গেলে চামড়াশিল্পের আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেছেন, হাজারীবাগের ট্যানারিশিল্প সাভারে গেলেও, আধুনিক শিল্পে রূপান্তরিত হয়নি। জামায়াত সব ধরনের ব্যবস্থা নেবে।
জনসভায় জামায়াত আমির ঢাকা-১০ আসনে ১১ দলের প্রার্থী জসীম উদ্দীন সরকারের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। প্রার্থী ঢাকা-১০ আসনের বিদ্যুৎ, গ্যাস, পানির সংকট এবং জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে সমাধানের ওয়াদা করেন