ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. এম এ মান্নান বলেন, আমি কোনো দিন দুর্নীতি করিনি, বালুর ব্যবসা করিনি, সন্ত্রাস-চাঁদাবাজি করিনি।
তিনি আহ্বান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আসুন আমরা একসঙ্গে কাজ করি।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জনসমাবেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অ্যাড. এম এ মান্নান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং নবীনগর উপজেলা বিএনপির তিন তিন বারের সভাপতি।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে নবীনগর থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করব। বালুর ব্যবসা পুরোপুরি বন্ধ করব। যে বালু মহলের কারণে গ্রাম বিলীন হয়ে যাচ্ছে, সেটিও বন্ধ করা হবে। সঠিক নেতৃত্বের অভাবে তিতাস গ্যাস নবীনগরে এখনও আসেনি, আমি এমপি হলে নবীনগরে গ্যাস আনার সর্বোচ্চ উদ্যোগ নেব। পাশাপাশি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য কাজ করব, ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও উন্নত করব।
তিনি আরো বলেন, কিছু লোক নমিনেশন বঞ্চিত হয়ে আমার বিরোধিতা করছে, আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আপনারা আমার সম্পর্কে জানেন, আমি গত ৪০ বছর যাবৎ নবীনগরের প্রতিটা গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় দলের নীতি-আদর্শ ছড়িয়ে দিতে কাজ করেছি। আপনাদের ভালোবাসায় আজ ইতিহাস সৃষ্টি হয়েছে। এ নবীনগরের প্রতিটি রাস্তা, প্রতিটি সমস্যার খবর আমার জানা আছে। আমার প্রিয় নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে সকল সমস্যার সমাধান হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি উবাইদুল হক লিটন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল।
জনসমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ধানের শীষের হয়ে ভোট চাইতে নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে মাঠে অবস্থান নেন।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল বাসার, সহ-সভাপতি ও নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এসকে হেলাল, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমআর মজিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক প্রফেসর নাইলা ইসলাম প্রমুখ।