অভ্যুত্থানে আহত ছয় জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠাচ্ছে সরকার। গত রবিবার রাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের সহযাত্রীসহ থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের ভেজথানি হাসপাতালে নেওয়ার অনুমোদন দেওয়া হয়।
আহত শিক্ষার্থীরা হলেন মো. সুজন মিয়া, শেখ মোহাম্মদ শান্ত, মো. শাকিল, মো. লিটন, আলী হোসেন ও মো. মিজান মিয়া। প্রত্যেকের সঙ্গে তাঁদের ভাই (সহযাত্রী) থাইল্যান্ড যাবেন।
আদেশে বলা হয়েছে, তাঁরা দেশ ছাড়ার দিন থেকে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। দেশে ফিরে সাত দিনের মধ্যে তাঁদের মন্ত্রণালয়ে রিপোর্ট করতে হবে। প্রত্যেককে চিকিৎসা বাবদ ২০ লাখ করে মোট এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়।
আদেশে জানানো হয়েছে, বিদেশে অবস্থানের সময় রোগী ও সহযাত্রীদের শৃঙ্খলা মেনে চলতে হবে এবং কোনো অভিযোগ পাওয়া গেলে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে।