পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে করাচিতে। তেহরিক-ই-ইনসাফ-পিটিআইয়ের কর্মসূচি ভেস্তে দিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ।
গত রোববার শহরের প্রাণকেন্দ্র বাঘি-জিন্নাহ পার্ক সমাবেশের অনুমতি চেয়েছিল পিটিআই। কিন্তু অনুমতিপত্র পেতে দেরি হওয়ায় হঠাৎ করে ভেন্যু পরিবর্তন করে মাজার-ই-কোয়াইদে আয়োজন করা হয় সমাবেশ।
শেষ মুহুর্তে পরিবর্তনের কারণে তৈরি হয় ভুল বোঝাবুঝি। অনেকেই পূর্ব ঘোষিত পার্কে জড়ো হয়। পিটিআই কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। গুলি চালানোর অভিযোগও করেন দলটির সিনিয়র সদস্য সোহাইল আফ্রিদি। স্থানীয় গণমাধ্যমে পিটিআইয়ের খবর সম্প্রচার বন্ধ করায় বেশকিছু গাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ সমর্থকরা। এমন খবরও পাওয়া গেছে।