January 31, 2026, 7:31 pm
সর্বশেষ সংবাদ:
কুলিয়ারচরের সালুয়া ইউনিয়নে বিএনপি প্রার্থী শরীফুল আলমের দিনব্যাপী গণসংযোগ ডা. শফিকুর রহমানের সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত কর্মীদের ওপর হামলা, আহত ৭ নির্বাচন উপলক্ষে নেপালকে দ্বিতীয় দফায় ২৫০ গাড়ি দিল ভারত বেনজির-হারুনের কথা ভুলে যাইয়েন না : হাসনাত আব্দুল্লাহ ‘ডাল মে কুচ কালা হ্যায়’: জামায়াতকে কটাক্ষ চরমোনাই পীরের হাতিয়ায় হান্নান মাসউদের লাঠি মিছিল, বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা মার্কিন ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালে রয়েছে: সামরিক মুখপাত্র এক হাতে ফ্যামিলি কার্ডের ঘোষণা, অন্য হাতে হিজাব খুলে নেওয়া দ্বিচারিতা: হাসনাত আবদুল্লাহ ইসলাম ও ধর্ম বিক্রি করার জিনিস না : শামা ওবায়েদ লোহাগাড়ায় ৪৫ রোহিঙ্গা আটক, ভুয়া এনআইডি জব্দ

বাংলাদেশ ইস্যুতে নির্বাচন পর্যন্ত অপেক্ষার বার্তা ভারতীয় নৌবাহিনী প্রধানের

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025
  • 49 Time View
বাংলাদেশে এখনো নির্বাচন হয়নি, তাই প্রতিবেশী দেশ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না বলে মনে করেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কুমার ত্রিপাঠি। তিনি বলেছেন, বাংলাদেশকে এখনও তিনি ‘বন্ধু দেশ’ হিসেবেই দেখেন। প্রতিবেশী দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন ভারতের অন্যতম শীর্ষ এই সামরিক কর্মকর্তা। খবর পিটিআই-র।
চব্বিশের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ক্ষমতায় আসে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং তার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অসহযোগিতার ফলে দেশটির সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও তিক্ত হয়েছে বাংলাদেশের।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে। তবে ভারত এখনো সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানায়নি।
রোববার (৩০ নভেম্বর) নেভি ফাউন্ডেশন পুনে চ্যাপ্টার আয়োজিত অ্যাডমিরাল জে জি নাডকার্নি স্মারক বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ভারতের নৌবাহিনী প্রধানকে। এসময় এক প্রশ্নের জবাবে নৌবাহিনী প্রধান বলেন, ‘(বাংলাদেশ ইস্যুতে) আমাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশে এখনো নির্বাচন হয়নি, তাই এই মুহূর্তে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।’
তিনি আরও বলেন, ‘আমরা এখনো তাদের সদস্যদের এখানে প্রশিক্ষণ দিচ্ছি। আজ (রোববার) সকালে এনডিএ থেকে পাস করা এক বাংলাদেশি অফিসার ক্যাডেটের সঙ্গে দেখা করেছি। দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম বিদেশ সফর বাংলাদেশেই করার পরিকল্পনা ছিল। আরও মর্যাদাপূর্ণ একটি রাজধানীতে যাওয়ার প্রস্তাব ছিল, কিন্তু আমি না বলি। বলেছি – আমাদের প্রথম অংশীদার বাংলাদেশ। সেখানে যে আন্তরিকতা, আতিথেয়তা এবং ভারতের অবদানের প্রতি যে গভীর কৃতজ্ঞতা দেখেছি, তা ছিল অসাধারণ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com