নিউজ ডেস্ক:
বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন (পিএনএসসি) বাংলাদেশের শিপিং কর্পোরেশন (বিএসসি) এর সঙ্গে যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছে।
লন্ডনে বাংলাদেশের নৌ পরিবহন বিষয়ক উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে সমুদ্র বিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী পাকিস্তানের এই প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাব অনুযায়ী, যৌথ কন্টেইনার ও বাল্ক শিপিং পরিষেবা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা, বন্দর-কল সুবিধা এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার মাধ্যমে বিস্তৃত অংশীদারিত্ব গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
পাকিস্তান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেমন আইএমও ও আইএলও এবং আঞ্চলিক সামুদ্রিক গোষ্ঠীগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার কাঠামো তৈরি করতে আগ্রহী।
জুনাইদ আনোয়ার চৌধুরী বলেন, “বন্দর থেকে বন্দরে ঘনিষ্ঠ সহযোগিতা সরবরাহ চ্যালেঞ্জ কমাতে, আঞ্চলিক বাধা দূর করতে এবং দক্ষিণ এশিয়ার বাণিজ্য একীকরণের নতুন পথ খুলতে সাহায্য করবে।” তিনি আরও বলেন, কেপিটির সক্ষমতা, আধুনিকীকরণ উদ্যোগ এবং উন্নত টার্নঅ্যারাউন্ড সময় পাকিস্তানের প্রস্তুতির প্রমাণ।