January 31, 2026, 4:44 am
সর্বশেষ সংবাদ:
নির্বাচন উপলক্ষে নেপালকে দ্বিতীয় দফায় ২৫০ গাড়ি দিল ভারত বেনজির-হারুনের কথা ভুলে যাইয়েন না : হাসনাত আব্দুল্লাহ ‘ডাল মে কুচ কালা হ্যায়’: জামায়াতকে কটাক্ষ চরমোনাই পীরের হাতিয়ায় হান্নান মাসউদের লাঠি মিছিল, বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা মার্কিন ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালে রয়েছে: সামরিক মুখপাত্র এক হাতে ফ্যামিলি কার্ডের ঘোষণা, অন্য হাতে হিজাব খুলে নেওয়া দ্বিচারিতা: হাসনাত আবদুল্লাহ ইসলাম ও ধর্ম বিক্রি করার জিনিস না : শামা ওবায়েদ লোহাগাড়ায় ৪৫ রোহিঙ্গা আটক, ভুয়া এনআইডি জব্দ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে: ছাত্রদল নেতা হামিম এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাত মায়ের গায়ে-জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

বেনজির-হারুনের কথা ভুলে যাইয়েন না : হাসনাত আব্দুল্লাহ

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026
  • 4 Time View
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেছেন, আপনারা বেনজির-হারুনের কথা ভুলে যাইয়েন না, আপনারা ওসি প্রদীপের ঘটনার কথা ভুলে যাইয়েন না। ‘আপনাদের বিরুদ্ধে মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, তা পুনরুদ্ধারের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আসন্ন নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণের প্রকৃত বন্ধু হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেন। আপনারা কোনো দলের নন, আপনারা বাংলাদেশের ২০ কোটি মানুষের।

’ 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে কুমিল্লা মহানগরীর টাউন হল মাঠে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

হাসনাত আব্দুল্লাহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে আরো বলেন, আপনাদের বিএনপি হওয়ার দরকার নেই, জামায়াত হওয়ার দরকার নেই, গুলশানে লাইন দেওয়ার দরকার নেই, ধানমন্ডিতে যাওয়ার দরকার নেই, এমনকি মগবাজারেও যাওয়ার দরকার নেই। আপনাদের একমাত্র বৈধতা হচ্ছে জনতা।

 

প্রিয় পুলিশ ভাই, প্রিয় মিলিটারি ভাই, প্রিয় সেনাবাহিনী আপনাদের কাঁধে আজ এক মহান দায়িত্ব এসে পড়েছে, আপনারা কতটা স্বচ্ছ কতটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন সেটার মধ্যেই আপনাদের আস্থা ফিরে আসবে। আপনাদের কোনো দলের গোলামী করার দরকার নাই। জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে, যেভাবে ৫ আগস্ট আপনারা জনতার কাতারে নেমে এসেছেন ঠিক সেইভাবে ১২ ফেব্রুয়ারি জনতার পক্ষ হয়ে আপনারা জাতিকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন।

হাসনাত আব্দুল্লাহ বিএনপির উদ্দেশ্যে বলেন, আমরা তারেক রহমানের বিভিন্ন বক্তব্য শুনতে পাই, অত্যন্ত পরিতাপের বিষয়, ওনাকে হ্যাঁ ভোট এবং না ভোট নিয়ে কিছু বলতে দেখছি না।

তারেক রহমান, আপনি স্পষ্ট করুন, আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। গত দীর্ঘ ১৭ বছর এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য বিএনপি-জামায়াতের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয় কিছুদিন পর হয়তো আমরা শুনতে পাব হাসিনা ছাড়া ফ্যাসিবাদ ব্যবস্থার সব আপনারা রেখে দেন। শুধু এই কথাটাই হয়তো তারা লজ্জায় বলতে পারছে না। হাসিনার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না।
আজকে আপনারা যারা হাসিনার সবকিছুই টিকিয়েই রাখতে চাচ্ছেন, এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য তরুণ প্রধানমন্ত্রী হতে আসে নাই, তারা শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থাকে ঠিক রাখতে চাইবে আমার ভাই আবরার ফাহাদ, হাদি ও আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসব। 

বাংলাদেশ স্পষ্টত দুই ভাগে বিভক্ত মন্তব্য করে তিনি আরো বলেন, বাংলাদেশ দুই ভাগে বিভক্ত, এক ভাগ গোলামীকে বরণ করতে প্রস্তুত হচ্ছে, আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিচ্ছে। এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে। আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা জানি আমাদের পথ লম্বা, এ লড়াই অনেক দীর্ঘ। আমাদেরকে এখন সুপ্ত গুপ্ত এ ধরনের তৃতীয় শ্রেণির ভাষা দিয়ে আবার হত্যাযজ্ঞ করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। গত ১৭ বছর ধরে যারা ভার্চুয়াল দল চালিয়েছে, জুলাই পরবর্তী দেড় বছর অপেক্ষা করেছে দেশে আসার জন্য। তাদের কাছ থেকে আমরা গুপ্ত সুপ্ত লেকচার শুনব না।

কুমিল্লা মহনগরীর জামায়াতের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, কুমিল্লার ১১টি আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরাসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com