ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, উপসাগরীয় অঞ্চলে থাকা অসংখ্য মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে। পরমাণু চুক্তির জন্য মাকিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের মধ্যে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প পরমাণু চুক্তি নিয়ে ইরানকে সময় বেঁধে দিয়েছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইজিআরসি) ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
এসব ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের সামরিক মুখপাত্র জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো হামলা চালাতে যায়, তাহলে ইরান দোনো বিমানবাহী রণতরী ও মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিক্রিয়া দেবে।
তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজ এবং ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালেই রয়েছে এবং কোনো ভুল হিসাব হলে তা ট্রাম্পের কল্পনার মতো ছোট খুচরা আক্রমণ ও পরের দিন টুইটের ঘটনা হবে না।’
এদিকে ওয়াশিংটন ও তেহরান হুমকি পাল্টা হুমকির মধ্যে পুরো মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই পক্ষকে পুনরায় পারমাণবিক আলোচনায় বসাতে আহ্বান জানিয়েছেন, যাতে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি এড়ানো যায়।