January 31, 2026, 5:29 am
সর্বশেষ সংবাদ:
নির্বাচন উপলক্ষে নেপালকে দ্বিতীয় দফায় ২৫০ গাড়ি দিল ভারত বেনজির-হারুনের কথা ভুলে যাইয়েন না : হাসনাত আব্দুল্লাহ ‘ডাল মে কুচ কালা হ্যায়’: জামায়াতকে কটাক্ষ চরমোনাই পীরের হাতিয়ায় হান্নান মাসউদের লাঠি মিছিল, বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা মার্কিন ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালে রয়েছে: সামরিক মুখপাত্র এক হাতে ফ্যামিলি কার্ডের ঘোষণা, অন্য হাতে হিজাব খুলে নেওয়া দ্বিচারিতা: হাসনাত আবদুল্লাহ ইসলাম ও ধর্ম বিক্রি করার জিনিস না : শামা ওবায়েদ লোহাগাড়ায় ৪৫ রোহিঙ্গা আটক, ভুয়া এনআইডি জব্দ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে: ছাত্রদল নেতা হামিম এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাত মায়ের গায়ে-জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

সাভারে অবৈধ বাণিজ্য মেলা বন্ধ করল উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025
  • 56 Time View

সাভারে আবাসিক এলাকায় অনুমোদনহীনভাবে শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা করায় অভিযান চালিয়ে এর কার্যক্রম বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ সময় মেলার মূল ফটক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার পৌরসভার গেন্ডা বালুর মাঠে আয়োজন করা এ মেলা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ইমু সাহেবের বালুর মাঠে মাসব্যাপী অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য প্রদর্শনী ও শিল্প বাণিজ্য মেলার আয়োজন করে। তবে মেলার শর্ত ভঙ্গ করে এখানে উচ্চৈঃস্বরে বক্স বাজিয়ে জুয়া এবং অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে গত ১০ নভেম্বর স্থানীয় প্রশাসন মেলার অনুমতিপত্র বাতিল করে মেলা বন্ধের নির্দেশনা দেয়।

বেশকিছুদিন বন্ধ থাকার পর গত শুক্রবার আবারও অনুমতি ছাড়া আংশিক নাম পরিবর্তন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাভার পৌর কমিটির সহ-সভাপতি ও ছাত্র-জনতা হত্যা মামলার আসামি বাবুল মিয়ার তত্ত্বাবধানে ‘লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা’ নামে এনসিপির নেতাকর্মী পরিচয়ে মেলার কার্যক্রম শুরু করেন কয়েকজন যুবক।

এদিকে বছরের শেষে বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় স্থানীয় অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা আশঙ্কা করেন মেলায় উচ্চ শব্দে মাইকের ব্যবহার, ভিড়, যানজট ও অনিয়ন্ত্রিত পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের বিঘ্ন ঘটছে।

এসব বিষয় নিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, আমি শুনেছি ওখানে একটা মেলা চলতেছে। অবৈধ মেলা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নির্দেশে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ মেলাটি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। তবে মেলায় দোকান ভাড়া নেওয়া ক্ষুদ্র উদ্যোক্তাদের অনুরোধে শুধু মেলার মূল ফটক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া দোকান মালিকদেরকে বুধবার সকাল ১০টার মধ্যে তাদের সব মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় আবারও অভিযান চালিয়ে পুরো মেলা গুড়িয়ে দেওয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, কোনো অনুমতি ছাড়াই আংশিক নাম পরিবর্তন করে পুনরায় মেলার কার্যক্রম শুরু হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা’। সুলতান নামের এক ব্যক্তি এনসিপির স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে মেলাটি পরিচালনা করছেন।

মেলায় কয়েকটি চটপটি-ফুচকার দোকান, কিছু কাপড়ের দোকান, কসমেটিকস, ক্রোকারিজসহ খেলনার দোকান থাকলেও অর্গানিক খাদ্যপণ্যের কোনো স্টল চোখে পড়েনি।

তবে মেলার দায়িত্বে থাকা ইউসুফ মোল্লা দাবি করেন, স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করেই মেলা পরিচালনা করা হচ্ছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com