কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের (হরিণ প্রতীক) পক্ষে প্রচারণায় নেমেছেন। বৃহস্পতিবার বিকালে সখীপুরের বিভিন্ন বাজারে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন তিনি।
কাদের সিদ্দিকীর দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে তিনি আগেই টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন আগেই।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাগেরবাড়ী বাজার থেকে প্রচারণা শুরু করেন কাদের সিদ্দিকী। পরে হামিদপুর গণ উচ্চবিদ্যালয় মাঠে এবং ইন্দারজানী বাজারে উঠান বৈঠকে বক্তব্য দেন। বাগেরবাড়ী বাজারে উঠান বৈঠকে তিনি বলেন, ‘সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে এ আসনের মানুষ নিরাপদ থাকবে। তবে আমি বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের বিরোধিতা করছি না।’
কাদের সিদ্দিকীর অভিযোগ, অতীতে এক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দুর্ব্যবহার ও আরেক মুক্তিযোদ্ধা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীবকে লাঞ্ছনার ঘটনায় আহমেদ আযম খানের অনুসারীরা জড়িত ছিলেন। গত রমজানে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা ও এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানান।