February 1, 2026, 3:13 am
সর্বশেষ সংবাদ:
হত্যা মামলার আসামির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮ আমি নির্বাচনে পাস করব ইনশাআল্লাহ : মানিকগঞ্জে বিএনপি প্রার্থী শান্ত এভাবে পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হয়ে যাবে: ডাকসু নেতা সর্বমিত্র ১২ তারিখ মানুষের ভাগ্য পরিবর্তনের দিন: তারেক রহমান সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত: শিবির সভাপতি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়: জামায়াত আমির ট্রাম্প-নেতানিয়াহু ও ইইউ ইরানের বিক্ষোভ উসকে দিয়েছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান জামায়াতের জান্নাতের টিকিট বিক্রির প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো: মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানে বিস্ফোরণ, নিহত ১ রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস

১২ তারিখ মানুষের ভাগ্য পরিবর্তনের দিন: তারেক রহমান

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026
  • 2 Time View

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারি শুধু নির্বাচনের দিন হলে চলবে না, এই দিনটিকে হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। ৫ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনকে সার্থক করতে হলে ১২ তারিখ সঠিক ব্যক্তির পক্ষে রায় দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।

দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইলে নিজের প্রথম রাজনৈতিক সফরে এসে শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় এক বিশাল নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিগত দিনে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বড় বড় মেগা প্রজেক্টের আড়ালে হয়েছে মেগা দুর্নীতি। দেশবাসী দেখেছে খুন, গুম আর গায়েবি মামলার মহোৎসব। এই অবস্থার পরিবর্তন করতে ভোটারদের ৫ই আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যেতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ১২ তারিখে ভোট দিয়ে আমরা যদি গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে না পারি, তবে আমাদের সব অর্জন বাধাগ্রস্ত হবে। দেশ কীভাবে চলবে তার সিদ্ধান্ত নেবে জনগণ, কারণ জনগণই এ দেশের মালিক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। পথসভায় তিনি টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার কঠোর নির্দেশনা দেন।

এ সময় তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান মঞ্চে উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আবুল কালাম আজাদ সিদ্দিকী, ওবায়দুল হক নাসির এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিপুল জনসমাগমের কারণে জনসভাস্থল ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com