শিবালয়ে প্রধান শিক্ষককে কারণ দর্শাও নোটিশ


স্টাফ রিপোর্টার ॥
শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী বেনজির আহমেদকে শারিরীকভাবে লাঞ্ছিত করার অভিযোগে নয়াবাড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনকে কারণ-দর্শাও নোটিশ দেয়া হয়েছে। উক্ত প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ঢুকে তুচ্ছ বিষয় নিয়ে অফিস সহকারী বেনজিরকে মারধর, গালিগালাজ ও টেনে হিঁচড়ে ধরে নিয়ে যাওয়ার অপচেষ্ট চালায়।
জানা গেছে, গত ১৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. নাজমুস সাদাত সেলিম শিবালয় উপজেলা ভূমি অফিস পরিদর্শনে আসেন। এ সময় উক্ত অফিসের পাশে অবস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে ঢুকে তুচ্ছ বিষয় নিয়ে ইসমাইল হোসেন অফিস সহকারী শারীরিক প্রতিবন্ধী বেনজিরকে মারধর ও জামার কলার ধরে টেনে বের করে নেয়ার যাওয়ার সময় সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম কবীর এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। ঘটনা জানাজানি হলে জেলা-উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. খবির উদ্দিন জানান, আগামী ২২ জুনের মধ্যে কারণ দর্শাও নোটিশের জবাব দেয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তার বিরুদ্ধে ইতিপূর্বে নানা বিষয় নিয়ে বিতর্ক রয়েছে।
নবীনতর পূর্বতন