স্টাফ রিপোর্টার ॥ বজ্রপাতে গতকাল সোমবার দুপুরে শিবালয় উপজেলা নালী বড়রিয়া গ্রামের আওলাদ হোসেনের পুত্র শেখ রুহুল আলম (১১) মারা যায়। সে নালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। আলম প্রবল বৃষ্টির সময় বাড়ির পাশে জামরুল কুড়াতে গেলে বজ্রাঘাতে মারা যায়। এছাড়া, পাশর্^বর্তী ধুতরাবাড়ি গ্রামের মোহন কাজীর স্ত্রী রাবেয়া (৪৫) বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে উথলী হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্রবণ ও বাকশক্তি হ্রাস পেয়েছে চিকিৎসকরা জানান।
স্টাফ রিপোর্টার ॥ বজ্রপাতে গতকাল সোমবার দুপুরে শিবালয় উপজেলা নালী বড়রিয়া গ্রামের আওলাদ হোসেনের পুত্র শেখ রুহুল আলম (১১) মারা যায়। সে নালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। আলম প্রবল বৃষ্টির সময় বাড়ির পাশে জামরুল কুড়াতে গেলে বজ্রাঘাতে মারা যায়। এছাড়া, পাশর্^বর্তী ধুতরাবাড়ি গ্রামের মোহন কাজীর স্ত্রী রাবেয়া (৪৫) বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে উথলী হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্রবণ ও বাকশক্তি হ্রাস পেয়েছে চিকিৎসকরা জানান।