বাংলাদেশ শিক্ষক সমিতির মানববন্ধন


শিবালয়ে শিক্ষক সমিতির মানববন্ধন কর্মসূচী পালন
বাবুল আকতার মঞ্জুর, শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
অবসর ও কল্যাণ ট্রাস্টের নামে বেতনের ১০ শতাংশ টাকা কর্তনের প্রতিবাদে গতকাল বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতি শিবালয় উপজেলা শাখা স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। সমিতির সভাপতি নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সভাপতিত্ব করেন। সহ-সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, তেওতা একাডেমী প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কুটি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিক্ষকবান্ধব বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের ন্যায্য দাবী মেনে নেবেন বলে আশা করছি। অন্যথায় ভবিষ্যতে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
নবীনতর পূর্বতন