শহিদুল ইসলাম
শিবালয়ে বিপুল পরিমান অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ সুজন সাহা (২৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সুজন উপজেলার নালী গ্রামের বংশী সাহার পুত্র।
শিবালয় থানা এসআই মানবেন্দ্র বালো জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশী করে নিষিদ্ধ ৩শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের বিশেষ শাখা মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, সুজন দীর্ঘদিন যাবত মাদক পাচার ও ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।