শিবালয়ে ধান বীজের প্লট প্রদর্শন করেন ডিএই কর্মকর্তাগণ



শিবালয় প্রতিনিধি

সিসিডির সহযোগিতায় প্রতিষ্ঠিত শিবালয় ফার্মার্স গ্রূপের ভিত্তি ও প্রত্যায়িত বীজ উৎপাদন প্লট পরিদর্শন করেন মানিকগঞ্জ জেলা ডিএই কর্মকর্তাগণ।
মানিকগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. রওশন আলী, জেলা ডিএই প্রশিক্ষণ কর্মকর্তা মো. এনায়েত উল্লাহ, শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউর রহমান গতকাল শিবালয় উপজেলার শশীনাড়া, নিহন্দসহ বিভিন্ন বীজ তলা পরিদর্শন করেন। ব্রি ২৮, ব্রি ২৯, ব্রি ৫০, ব্রি ৮৪, ব্রি ৮১ ও ব্রি ৮৯ জাতের ধান বীজতলা দেখে সন্তোষ প্রকাশর করেন।


এ সময় শিবালয় ফার্মার্স গ্গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন, পরিচালক কিতাব আলী, সুকুমার, সিসিডিবি শাখা ব্যবস্থাপক গৌতম সেন, প্রভাষক দেলোয়ার হোসেন, কৃষক বাদশা মিয়া, নাসির উদ্দিনসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
শিবালয় ফার্মার্স গ্রূপের এ বছর ৬০ মে. টন বিভিন্ন জাতের ধান বীজ সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, শিবালয় ফার্মার্স গ্রূপের চাষীর হাসি ধান বীজ উৎপাদনে বাংলা ১৪২৩ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক অর্জন করে।
নবীনতর পূর্বতন