মানিকগঞ্জে সম্প্রীতি বাংলাদেশ’র আলোচনা সভা ২৫ ফেব্রুয়ারি

 মানিকগঞ্জে সম্প্রীতি বাংলাদেশ’র আলোচনা সভা  ২৫  ফেব্রুয়ারি

মোহাম্মদ ইউনুস আলী ॥  

সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা, ধর্ম নিরপেক্ষ, সাম্যের ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘বাংলা ও বাঙালির শাশ্বত সম্প্রীতি’শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি শনিবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে। 

সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা সদস্য সচিব ড. মো. জাহাঙ্গীর আলম জানান, অনুষ্ঠানে  প্রধান অতিথি থাকবেন সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আালী শিকদার (অব.) প্রধান বক্তা থাকবেন। 

সম্মানিত অতিথি থাকবেন বীর মু্িক্তযোদ্ধা মো. আবদুস ছালাম এডভোকেট, সরকারি দেবেন্দ্র কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপাধ্যক্ষ প্রফেসর বদর উদ্দিন আহাম্মদ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর উর্মিনা রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল।    

 


Post a Comment

নবীনতর পূর্বতন