এসএসসি ২০০৪ ব্যাচের স্টারস ডে উদযাপন
মোঃ মিজানুর রহমান :
এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে ২৪ ফেব্রুয়ারি গাজীপুর জেলার পূর্বাচলের একটি রিসোর্টে‘০৪ স্টার’স ডে’ শিরোনামের সমগ্র বাংলাদেশের বন্ধুদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়। ২০০৪ এর বন্ধু জনপ্রিয় অভিনেতা রাশেদের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রুবেল হোসেন ও ব্যান্ড তারকা নগর বাউল জেমস গান ও অভিনেতা ওয়ালিউল হক রুমি, রাশেদ সীমান্ত এর মঞ্চ অভিনয়। ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয় বৃষ্টিতেও চলে গান। এরপর ‘দিওয়ানা মাস্তানা’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’। সকলেই অনুষ্ঠান উপভোগ করেন। রাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ।
একটি মন্তব্য পোস্ট করুন