মানিকগঞ্জে হত্যাকন্ডের বিচার দাবিতে মানববন্ধন

 


মানিকগঞ্জে হত্যাকন্ডের বিচার দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক : 

সুশাসনের জন্য নাগরিক-সুজন মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে  সোমবার মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন  পালন করা হয়। "সমাজে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান থাকুক, সকল প্রকার হত্যাকান্ডের বিচার হোক" এ শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বক্কীসহ সকাল হত্যাকান্ডের বিচারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

সুজনের মানিকগঞ্জ জেলা সভাপতি  ইকবাল হোসেন কচি এতে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সংগঠক মো.নজরুল ইসলাম, সাংবাদিক আকরাম হোসেন, বন্ধুসভা জেলা শাখার সাধারণ সম্পাদক মো.আব্দুস সালাম, দিশারি সভাপতি হাসান সিকদার, এনসিটিআই এর নিপা আক্তার, উন্নয়নকর্মী ফিরোজা সরকার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন অনতিবিলম্ব আমরা তক্কীসহ সকল প্রকার হত্যাকান্ডের বিচার দাবী করেন। 


Post a Comment

নবীনতর পূর্বতন