শিবালয়ে বাবুল-রিনা ফাউন্ডেশন‘সেরা শিল্পী-২০২৩’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
সমাজ-সংস্কৃতি উন্নয়ন কেন্দ্র বাবুল রিনা ফাউন্ডেশন ‘সেরা শিল্পী-২০২৩’ প্রতিযোগিতা শনিবার শিবালয় উপজেলা পরিষদ হল টেপড়ায় শনিবার অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলার ৭টি উপজেলা থেকে বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে আবৃতি, রবীন্দ্র সংগীত, নজরুল/উচ্চাঙ্গ সংগীত ও নৃত্য বিষয়ে ৬টি আইটেমে ৪৫ জন প্রতিযোগী এতে অংশ নেয়।
শিবালয় ইউএনও মো. জাহিদুর রহমান প্রধান অতিথি ছিলেন। মানিকগঞ্জ জেলা কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার উদ্বোধন করেন। জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মোয়াজ্জেম হোসেন, শিবালয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার আচার্য, ওসি মোঃ শাহনুর এ আলম ও অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার বিশেষ অতিথি ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন